আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১- পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৫৭
- পবিত্রতা অর্জনের অধ্যায়
জুমুআর দিন গোসল করা
৫৭। নাফে (রাহঃ) থেকে বর্ণিত ইবনে উমার (রাযিঃ) গােসল না করে জুমুআর নামায পড়তে যেতেন না।
أبواب الطهارة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنِي نَافِعٌ، «أَنَّ ابْنَ عُمَرَ كَانَ لا يَرُوحُ إِلَى الْجُمُعَةِ إِلا اغْتَسَلَ»