আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১- পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৭৬
- পবিত্রতা অর্জনের অধ্যায়
মানুষ ঘুমালে তাতে কি তার উযু নষ্ট হয়?
৭৬। ইবনে উমার (রাযিঃ) বসে বসে ঘুমাতেন, কিন্তু উযু করতেন না।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা উভয় অবস্থায় ইবনে উমারের মত গ্রহণ করেছি। ইমাম আবু হানীফারও এই মত।*
* ইমাম আবু হানীফা এবং সাধারণ ফিকহবিদদের মতে, শুয়ে অথবা হেলান দিয়ে ঘুমালে উযু নষ্ট হয়। নামাযে সিজদারত অবস্থায় ঘুমালে উযু নষ্ট হয় না। কিন্তু ইমাম মালেকের মতে সিজদারত অবস্থায় ঘুমালে উযু নষ্ট হয়। শোয়াটা মূলত উযু নষ্ট হওয়ার কারণ নয়, বরং ঘুমের ঘোরে অঙ্গ-প্রত্যঙ্গের বাঁধন ঢিলা হয়ে যায়। তাই বায়ু নির্গত হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। এজন্য ঘুমানোকে উযু নষ্ট হওয়ার স্থলাভিষিক্ত গণ্য করা হয়েছে (অনুবাদক)।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা উভয় অবস্থায় ইবনে উমারের মত গ্রহণ করেছি। ইমাম আবু হানীফারও এই মত।*
* ইমাম আবু হানীফা এবং সাধারণ ফিকহবিদদের মতে, শুয়ে অথবা হেলান দিয়ে ঘুমালে উযু নষ্ট হয়। নামাযে সিজদারত অবস্থায় ঘুমালে উযু নষ্ট হয় না। কিন্তু ইমাম মালেকের মতে সিজদারত অবস্থায় ঘুমালে উযু নষ্ট হয়। শোয়াটা মূলত উযু নষ্ট হওয়ার কারণ নয়, বরং ঘুমের ঘোরে অঙ্গ-প্রত্যঙ্গের বাঁধন ঢিলা হয়ে যায়। তাই বায়ু নির্গত হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। এজন্য ঘুমানোকে উযু নষ্ট হওয়ার স্থলাভিষিক্ত গণ্য করা হয়েছে (অনুবাদক)।
أبواب الطهارة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، «أَنَّهُ كَانَ يَنَامُ وَهُوَ قَاعِدٌ فَلا يَتَوَضَّأُ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِقَوْلِ ابْنِ عُمَرَ فِي الْوَجْهَيْنِ جَمِيعًا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ