আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১- পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৮২
- পবিত্রতা অর্জনের অধ্যায়
নারী তার হায়েযের শেষ প্রান্তে হলুদ বর্ণের রক্ত এবং সাদা পানি দেখলে
৮২। যায়েদ ইবনে সাবিত (রাযিঃ)-র কন্যা (উম্মে কুলসুম) জানতে পারলেন যে, নারীরা রাতের অন্ধকারে আলো জ্বালিয়ে দেখতো যে, তারা হায়েয থেকে পাক হয়েছে কিনা। উম্মে কুলসুম এটাকে দূষণীয় মনে করতেন এবং বলতেন, (সাহাবীদের) মহিলারা এরূপ করতেন না।
أبواب الطهارة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ عَمَّتِهِ، عَنِ ابْنَةِ زَيْدِ بْنِ ثَابِتٍ، " أَنَّهُ بَلَغَهَا أَنَّ نِسَاءً كُنَّ يَدْعُونَ بِالْمَصَابِيحِ مِنْ جَوْفِ اللَّيْلِ، فَيَنْظُرْنَ إِلَى الطُّهْرِ، فَكَانَتْ تَعِيبُ عَلَيْهِنَّ وَتَقُولُ: مَا كَانَ النِّسَاءُ يَصْنَعْنَ هَذَا ".
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৮২ | মুসলিম বাংলা