আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

২- নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৭
- নামাযের অধ্যায়
নামায শুরু করা (ইফতিতাহুস সালাত)।
১০৭। ইবরাহীম আন-নাখঈ (রাহঃ) বলেন, তাকবীরে উলা (তাহরীমা) ছাড়া নামাযে আর কোথাও তুমি রফউল ইয়াদাইন করবে না।
أبواب الصلاة
قَالَ مُحَمَّدٌ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَبَانَ بْنِ صَالِحٍ، عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ، قَالَ: «لا تَرْفَعْ يَدَيْكَ فِي شَيْءٍ مِنَ الصَّلاةِ بَعْدَ التَّكْبِيرَةِ الأُولَى»
tahqiqতাহকীক:তাহকীক চলমান