আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

২- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৭
- নামাযের অধ্যায়
নামাযে তাশাহহুদ পাঠ।
১৪৭। আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি নামিযে নিম্নোক্ত তাশাহ্হুদ পড়তেনঃ

التحيات الطيبات الصلوات الزاكيات لله أشهد أن لا اله الا الله وحده ولا شريك له وأشهد أن محمدا عبده ورسوله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصلحين السلام عليكم .

"যাবতীয় সম্মান ও মর্যাদা, উপাসনা ও পবিত্র বিষয় আল্লাহর জন্য নিবেদিত। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, তিনি এক এবং তাঁর কোন শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল। হে নবী! আপনার উপর শাস্তি, আল্লাহর অনুগ্রহ ও প্রাচুর্য বর্ষিত হোক। আমাদের উপর এবং আল্লাহর নেক বান্দাদের উপরও শান্তি বর্ষিত হোক। তোমাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক"।
أبواب الصلاة
بَابُ: التَّشَهُّدِ فِي الصَّلاةِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا كَانَتْ تَتَشَهَّدُ فَتَقُولُ: «التَّحِيَّاتُ الطَّيِّبَاتُ الصَّلَوَاتُ الزَّكِيَّاتُ لِلَّهِ، أَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنْ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، السَّلامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، السَّلامُ عَلَيْكُمْ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান