আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

২- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৫৪
- নামাযের অধ্যায়
নামাযের মধ্যে বসা।
১৫৪ । উবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উমার (রাহঃ) তার পিতা আব্দুল্লাহ (রাযিঃ)-কে নামাযে চার উরু হয়ে বসতে দেখলেন। আব্দুল্লাহ (রাহঃ) বলেন, আমিও তদ্রূপ করলাম এবং তখন আমি তরুণ । পিতা আমাকে এভাবে বসতে নিষেধ করলেন এবং বললেন, এটা নামাযের সুন্নত নিয়ম নয়। সুন্নত নিয়ম এই যে, তুমি তোমার ডান পায়ের পাতা দাঁড়ানো অবস্থায় রেখে বাঁ পায়ের পাতা বিছিয়ে তার উপর বসবে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদের এবং ইমাম আবু হানীফারও এই মত। ইমাম মালেক প্রথম বৈঠকে এভাবে বসতে বলেন, কিন্তু শেষ বৈঠক সম্পর্কে বলেন, পাছা মাটিতে ঠেকিয়ে বসবে এবং উভয় পা ডান কাতে বের করে দিবে।**
أبواب الصلاة
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، " أَنَّهُ كَانَ يَرَى أَبَاهُ يَتَرَبَّعُ فِي الصَّلاةِ إِذَا جَلَسَ، قَالَ: فَفَعَلْتُهُ وَأَنَا يَوْمَئِذٍ حَدِيثُ السِّنِّ، فَنَهَانِي أَبِي، فَقَالَ: إِنَّهَا لَيْسَتْ بِسُنَّةِ الصَّلاةِ، وَإِنَّمَا سُنَّةُ الصَّلاةِ أَنْ تَنْصِبَ رِجْلَكَ الْيُمْنَى وَتَثْنِي رِجْلَكَ الْيُسْرَى ".
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، رَحِمَهُ اللَّهُ وَكَانَ مَالِكُ بْنُ أَنَسٍ يَأْخُذُ بِذَلِكَ فِي الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ، وَأَمَّا فِي الرَّكْعَةِ الرَّابِعَةِ، فَإِنَّهُ كَانَ يَقُولُ: يُفْضِي الرَّجُلُ بِأَلْيَتَيْهِ إِلَى الأَرْضِ، وَيَجْعَلُ رِجْلَيْهِ إِلَى الْجَانِبِ الأَيْمَنِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ১৫৪ | মুসলিম বাংলা