আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
২- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৬৬
- নামাযের অধ্যায়
রাতের নামায (সালাতুত তাহাজ্জুদ)।
১৬৬। ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ -এর কাছে জানতে চাইলো, রাতের (নফল) নামায কিভাবে পড়তে হবে? তিনি বলেনঃ “দুই রাকআত দুই রাআত করে। যখন তোমাদের কারো ভোর হয়ে যাওয়ার আশংকা হয়, তখন সে যেন আরো এক রাআত পড়ে। তা তার আদায়কৃত নামাযকে বেজোড় (বেতের) করবে”।
أبواب الصلاة
بَابُ: صَلاةِ اللَّيْلِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، " أَنَّ رُجَلا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ الصَّلاةُ بِاللَّيْلِ؟ قَالَ: مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيَ أَحَدُكُمْ أَنْ يُصْبِحَ، فَلْيُصَلِّ رَكْعَةً وَاحِدَةً تُوتِرُ لَهُ مَا قَدْ صَلَّى "