আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
২- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৬৯
- নামাযের অধ্যায়
রাতের নামায (সালাতুত তাহাজ্জুদ)।
১৬৯। আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ রাতের বেলা (নফল) নামায পড়াকালে কোন ব্যক্তির উপর প্রবলভাবে ঘুম চেপে বসলে, আল্লাহ তাআলা তাকে নামাযের অনুরূপ সওয়াব দান করেন এবং তার ঘুম তার জন্য সদকা হিসাবে গণ্য হয়।
أبواب الصلاة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهُا , أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَا مِنَ امْرِئٍ تَكُونُ لَهُ صَلاةٌ بِاللَّيْلِ يَغْلِبُهُ عَلَيْهَا نَوْمٌ إِلا كَتَبَ اللَّهُ لَهُ أَجْرَ صَلاتِهِ وَكَانَ نَوْمُهُ عَلَيْهِ صَدَقَةً»