আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১০- নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৬৬৪
- নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায়
হত্যাকাণ্ডের রক্তপণ (দিয়াত)।
৬৬৪। আব্দুল্লাহ ইবনে আবু বাকর (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ দিয়াত সম্পর্কে আমর ইবনে হাযম (রাযিঃ)-কে যে চিঠি লিখেছিলেন, সে সম্পর্কে আবু বাকর (রাযিঃ) তাঁর পুত্র আব্দুল্লাহকে অবহিত করেছেন। চিঠিটি নিম্নরূপঃ “জীবনের দিয়াত এক শত উট, নাকের দিয়াত যদি গোটা নাকই কর্তিত হয়—এক শত উট, দেহের অভ্যন্তরভাগ পর্যন্ত পৌঁছে যাওয়া জখমের দিয়াত জীবনের দিয়াতের এক-তৃতীয়াংশ, মাথার জখমের দিয়াতও জীবনের দিয়াতের এক-তৃতীয়াংশ, এক চোখের দিয়াত পঞ্চাশ উট, এক হাতের দিয়াত পঞ্চাশ উট, এক পায়ের দিয়াত পঞ্চাশ উট, প্রতিটি আংগুলের দিয়াত দশ উট, প্রতিটি দাঁতের দিয়াত পাঁচ উট এবং মস্তকের ঝিল্লি কেটে হাড় পর্যন্ত পৌঁছে যাওয়া জখমের দিয়াত পাচঁ উট।”**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীসের উপর আমল করি। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিকহবিদের এটাই সাধারণ মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীসের উপর আমল করি। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিকহবিদের এটাই সাধারণ মত।
كتاب الديات
كِتَابُ الدِّيَاتِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، أَنَّ أَبَاهُ، أَخْبَرَهُ عَنِ الْكِتَابِ الَّذِي كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَتَبَهُ لِعَمْرِو بْنِ حَزْمٍ فِي الْعُقُولِ، فَكَتَبَ: «أَنَّ فِي النَّفْسِ مِائَةً مِنَ الإِبِلِ، وَفِي الأَنْفِ إِذا أُوعِيَتْ جَدْعًا مِائَةً مِنَ الإِبِلِ، وَفِي الْجَائِفَةِ ثُلُثَ النَّفْسِ، وَفِي الْمَأْمُومَةِ مِثْلَهَا، وَفِي الْعَيْنِ خَمْسِينَ، وَفِي الْيَدِ خَمْسِينَ، وَفِي الرِّجْلِ خَمْسِينَ، وَفِي كُلِّ إِصْبَعٍ مِمَّا هُنَالِكَ عَشْرًا مِنَ الإِبِلِ، وَفِي السِّنِّ خَمْسًا مِنَ الإِبِلِ، وَفِي الْمُوضِحَةِ خَمْسًا مِنَ الإِبِلِ» .
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا كُلِّهِ نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا كُلِّهِ نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا