আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১০- নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৬৬৬
- নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায়
ইচ্ছাপূর্বক হত্যা করলে তার দিয়াত।
৬৬৬ । ইবনে শিহাব (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, প্রচলিত নীতি এই যে, ইচ্ছাপূর্বক হত্যার দিয়াতের দায় হত্যাকারীর ওয়ারিসগণ বহন করবে না, তবে তারা স্বেচ্ছায় তা প্রদান করলে ভিন্ন কথা।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি।
كتاب الديات
بَابُ: دِيَةِ الْعَمْدِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، قَالَ: مَضَتِ السُّنَّةُ «أَنَّ الْعَاقِلَةَ لا تَحْمِلُ شَيْئًا مِنْ دِيَةِ الْعَمْدِ إِلا أَنْ تَشَاءَ» .
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান