আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১০- নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৬৭০
- নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায়
আহত হওয়ার কারণে দাঁত কালো হয়ে যাওয়া এবং চোখ ঠিক থাকা সত্ত্বেও নিষ্প্রভ হয়ে যাওয়ার দিয়াত ।
৬৭০। সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) বলতেন, দাঁত আহত হলে এবং তা কালো হয়ে গেলে (দাঁতের) পূর্ণ দিয়াত বাধ্যকর হবে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। দাঁত আহত হলে এবং তা কালো, লাল অথবা সবুজ বর্ণ ধারণ করলে পূর্ণ দিয়াত প্রদান বাধ্যকর হবে। ইমাম আবু হানীফারও এই মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। দাঁত আহত হলে এবং তা কালো, লাল অথবা সবুজ বর্ণ ধারণ করলে পূর্ণ দিয়াত প্রদান বাধ্যকর হবে। ইমাম আবু হানীফারও এই মত।
كتاب الديات
بَابُ: أَرْشِ السِّنِّ السَّوْدَاءِ وَالْعَيْنِ الْقَائِمَةِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، أَنَّ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ، كَانَ يَقُولُ: إِذَا أُصِيبَتِ السِّنُّ فَاسْوَدَّتْ فَفِيهَا عَقْلُهَا تَامًّا.
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، إِذَا أُصِيبَتِ السِّنُّ فَاسْوَدَّتْ أَوِ احْمَرَّتْ أَوِ اخْضَرَّتْ فَقَدْ تَمَّ عَقْلُهَا، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، إِذَا أُصِيبَتِ السِّنُّ فَاسْوَدَّتْ أَوِ احْمَرَّتْ أَوِ اخْضَرَّتْ فَقَدْ تَمَّ عَقْلُهَا، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ