আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১২- শরীআতে যিনা ব্যভিচারের দন্ড বিধি
হাদীস নং: ৭১৭
- শরীআতে যিনা ব্যভিচারের দন্ড বিধি
শরাবের অবৈধতা এবং যেসব পানীয় পান করা মাকরূহ।
৭১৭। ইবনে উমার (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ যে ব্যক্তি দুনিয়ায় শরাব পান করলো অথচ তা থেকে তওবা করলো না, সে আখেরাতে থেকে বঞ্চিত থাকবে এবং কখনো তা পান করতে পারবে না।"
أبواب الحدود في الزناء
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ شَرِبَ الْخَمْرَ فِي الدُّنْيَا ثُمَّ لَمْ يَتُبْ مِنْهَا حُرِمَهَا فِي الآخِرَةِ فَلَمْ يُسْقَهَا»