আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১২- শরীআতে যিনা ব্যভিচারের দন্ড বিধি

হাদীস নং: ৭১৯
- শরীআতে যিনা ব্যভিচারের দন্ড বিধি
দু'টি জিনিসের সমন্বয়ে তৈরী নাবীয।
৭১৯ । আবু কাতাদা আল-আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত। নবী খেজুর ও আঙ্গুর একত্রে ভিজিয়ে এবং শুকনা ও তাজা খেজুর একত্রে ভিজিয়ে পান করতে নিষেধ করেছেন।
أبواب الحدود في الزناء
بَابُ: الْخَلِيطَيْنِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا الثِّقَةُ عِنْدِي، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الأَشَجِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حُبَابٍ الأَسْلَمِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ الأَنْصَارِيِّ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى عَنْ شُرْبِ التَّمْرِ وَالزَّبِيبِ جَمِيعًا وَالزَّهْوِ وَالرُّطَبِ جَمِيعًا»
tahqiqতাহকীক:তাহকীক চলমান