আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৫- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ৭৭৮
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
অনিশ্চিত বস্তুর ক্রয়-বিক্রয়।
৭৭৮ । সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) বলতেন, জীব-জন্তুতে কোন সূদ নেই। জীব-জন্তু তিন ধরনের পদ্ধতিতে বিক্রি করতে নিষেধ করা হয়েছেঃ মাদামীন, মালাকীহ ও হাবালুল হাবালা । মাদামীন হচ্ছে সেই পুশ, যা এখনো উস্ত্রীর পেটে (ডিম্বাকারে) আছে। আর মালাকীহ হচ্ছে সেই পশু, যা এখনো উটের পিঠে (বীর্যাকারে) রয়েছে।
كتاب البيوع في التجارات والسلم
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، أَنَّهُ كَانَ يَقُولُ: لا رِبَا فِي الْحَيَوَانِ، وَإِنَّمَا نُهِيَ عَنِ الْحَيَوَانِ عَنْ ثَلاثٍ: عَنِ الْمَضَامِينِ وَالْمَلاقِيحِ، وَحَبَلِ الْحَبَلَةِ.
وَالْمَضَامِينُ مَا فِي بُطُونِ إِنَاثِ الْإِبِلِ، وَالَمَلَاقِيحُ مَا فِي ظُهُورِ الْجِمَالِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান