আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৫- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ৮৩২
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
খেজুর বাগান এবং ভূমিতে ভাগচাষ ও কৃষিকাজ।
৮৩২। সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ খায়বার এলাকা বিজয়ের পর সেখানকার ইহুদীদের বলেনঃ “আল্লাহ তোমাদের যেখানে স্থান দিয়েছেন আমিও তোমাদের সেখানে বসবাস করতে দিলাম এই শর্তে যে, এখানে উৎপাদিত ফলে তোমাদের ও আমাদের অংশীদারিত্ব থাকবে।" সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা (রাযিঃ)-কে (খায়বার) পাঠাতেন। তিনি অনুমানে ফলের পরিমাণ নির্ধারণ করতেন এবং বলতেন, যদি তোমরা চাও তবে তোমরা এই ফল নিতে পারো অথবা আমাদেরও দিতে পারো (আমরা তোমাদেরকে অনুমানে নির্ধারিত পরিমাণের অর্ধেক ফল দিবো)। ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) বলেন, ইহুদীরা ফল নিতো (এবং নির্ধারিত পরিমাণের অর্ধেক ফল মুসলমানদের দিতো)।
كتاب البيوع في التجارات والسلم
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ حِينَ فَتَحَ خَيْبَرَ، قَالَ لِلْيَهُودِ: «أُقِرُّكُمْ مَا أَقَرَّكُمُ اللَّهُ عَلَى أَنَّ الثَّمَرَ بَيْنَنَا وَبَيْنَكُمْ» ، قَالَ: «وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبْعَثُ عَبْدَ اللَّهِ بْنَ رَوَاحَةَ، فَيَخْرُصُ بَيْنَهُ وَبَيْنَهُمْ» .
ثُمَّ يَقُولُ: إِنْ شِئْتُمْ فَلَكُمْ، وَإِنْ شِئْتُمْ فَلِي، قَالَ: فَكَانُوا يَأْخُذُونَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান