আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৫- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ৮৩৪
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
সরকারী কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অথবা অনুমতি ছাড়াই পতিত জমি আবাদ করা।
৮৩৪। হিশাম ইবনে উরওয়া (রাহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি (উরওয়া) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ “যে ব্যক্তি পতিত জমি আবাদ করে তা তারই মালিকানাভুক্ত হবে। যালেমের কোন অধিকার নেই।"
كتاب البيوع في التجارات والسلم
بَابُ: إِحْيَاءِ الأَرْضِ بِإِذْنِ الإِمَامِ، أَوْ بِغَيْرِ إِذْنِهِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحْيَا أَرْضًا مَيْتَةً فَهِيَ لَهُ، وَلَيْسَ لِعِرْقٍ ظَالِمٍ حَقٌّ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান