আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৮- বিবিধ প্রসঙ্গ।
হাদীস নং: ৯০৩
- বিবিধ প্রসঙ্গ।
কাউকে চিঠি লিখলে কিভাবে শুরু করবে।
৯০৩। যায়েদ ইবনে ছাবিত (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি আমীর মুআবিয়া (রাযিঃ)-কে চিঠি লিখলেনঃ “বিসমিল্লাহির রহমানির রাহীম”। যায়েদ ইবনে ছাবিতের তরফ থেকে আল্লাহর বান্দা আমীরুল মুমিনীন মুআবিয়াকে....।” যায়েদ (রাযিঃ) বলেন, পত্র প্রেরক যদি তার নিজের নামের পূর্বে প্রাপকের নাম লিখে তাতে দোষ নেই।
الابواب الجامعة
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِيهِ، عَنْ خَارِجَةَ بْنِ زَيْدِ بْنِ ثَابِتٍ، عَن زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّهُ كَتَبَ إِلَى مُعَاوِيَةَ: بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، لِعَبْدِ اللَّهِ مُعَاوِيَةَ أَمِيرِ الْمُؤْمِنِينَ، مِنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، وَلا بَأْسَ بِأَنْ يَبْدَأَ الرَّجُلُ بِصَاحِبِهِ قَبْلَ نَفْسِهِ فِي الْكِتَابِ