আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৮- বিবিধ প্রসঙ্গ।

হাদীস নং: ৯৭২
- বিবিধ প্রসঙ্গ।
বিভিন্ন কাজের বর্ণনা।
৯৭২। ইমাম মালেক (রাহঃ) বলেন, আমাকে এক ব্যক্তি অবহিত করেছেন যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ “আমাকে ভুলিয়ে দেয়া (ভুলে যাওয়া, মনে না থাকা) হয়, যাতে আমি (ভুল হয়ে গেলে কি করতে হবে সেই) সুন্নত প্রবর্তন করতে পারি।
الابواب الجامعة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنِي مُخْبِرٌ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنِّي أُنَسَّى لِأَسُنَّ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৯৭২ | মুসলিম বাংলা