আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ২৭
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ (ﷺ)-এর কেশ মুবারক
২৭।মুহম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)... কাতাদা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ) “এর কেশ মুবারক কেমন ছিল সে সম্পর্কে আমি আনাস (রাযিঃ)-এর নিকট জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, তিনি অত্যধিক কোঁকড়ানো কিংবা একেবারে সটান কেশ বিশিষ্ট ছিলেন না। তাঁর কেশ মুবারক তাঁর উভয় কানের লতি পর্যন্ত শোভা পেত।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ : حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرِ بْنِ حَازِمٍ قَالَ : حَدَّثَنِي أَبِي ، عَنْ قَتَادَةَ قَالَ : قُلْتُ لِأَنَسٍ : كَيْفَ كَانَ شَعْرُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ؟ قَالَ : لَمْ يَكُنْ بِالْجَعْدِ وَلاَ بِالسَّبْطِ ، كَانَ يَبْلُغُ شَعْرُهُ شَحْمَةَ أُذُنَيْهِ.