আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১৪৭
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর রুটির বিবরণ
১৪৭।মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)...... আনাস ইবন মালিক (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন : নবী (ﷺ) ডাইনিং টেবিলে আহার করতেন না, ছোট প্লেটে খাবার নিতেন না এবং তাঁর জন্য চাপাতিও তৈরী করা হতো না। তিনি (য়ূনুস) বলেনঃ আমি কাতাদা (রাযিঃ)-কে লক্ষ্য করে বললাম, তাঁরা তাহলে কোন্ ধরনের প্লেটে আহার করতেন? তিনি বলেনঃ এইসব দস্তরখানের উপর রেখে আহার করতেন। মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ) বলেন, এতো সেই য়ূনুস যিনি কাতাদা (রাহঃ) সূত্রে রিওয়ায়াত করেন। আর তিনি হলেন চামড়ার মোজা প্রস্তুতকারী য়ূনুস।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ : حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ قَالَ : حَدَّثَنِي أَبِي ، عَنْ يُونُسَ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : مَا أَكَلَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى خِوَانٍ وَلاَ فِي سُكُرَّجَةٍ ، وَلاَ خُبِزَ لَهُ مُرَقَّقٌ
قَالَ : فَقُلْتُ لِقَتَادَةَ : فَعَلاَمَ كَانُوا يَأْكُلُونَ ؟ قَالَ : عَلَى هَذِهِ السُّفَرِ.
قَالَ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ : يُونُسُ هَذَا الَّذِي رَوَى عَنْ قَتَادَةَ هُوَ يُونُسُ الإِسْكَافُ.
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
শামাঈলে তিরমিযী - হাদীস নং ১৪৭ | মুসলিম বাংলা