আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১৫৪
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর সালুন-তরকারীর বর্ণনা
১৫৪।হান্নাদ (রাহঃ)... যাহদাম জারমী (রাহঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমরা একবার আবু মুসা আশ’আরী (রাযিঃ)-এর কাছে গেলাম। তখন তাঁর কাছে ভূনা মুরগীর গোশত আনা হলো। উপস্থিত লোকদের একজন চলে যেতে উদ্যত হলো। তিনি আবু মুসা আশআরী (রাযিঃ)। তাঁকে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলেন। সে বলল, আমি এক (মুরগীকে) নাপাক খেতে দেখে এ মর্মে কসম করেছি যে, আমি আর কখনো মুরগীর গোশত খাব না। তিনি বললেনঃ কাছে এসো (এবং নির্দ্বিধায় খাও)। কেননা আমি এ ব্যাপারে নিশ্চিত যে, রাসূলুল্লাহ্-কে আমি মুরগীর গোশত খেতে দেখেছি।।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا هَنَّادٌ قَالَ : حَدَّثَنَا وَكِيعٌ ، عَنْ سُفْيَانَ ، عَنْ أَيُّوبَ ، عَنْ أَبِي قِلاَبَةَ ، عَنْ زَهْدَمٍ الْجَرْمِيِّ قَالَ : كُنَّا عِنْدَ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ ، فَأُتِيَ بِلَحْمِ دَجَاجٍ فَتَنَحَّى رَجُلٌ مِنَ الْقَوْمِ فَقَالَ : مَا لَكَ ؟ فَقَالَ : إِنِّي رَأَيْتُهَا تَأْكُلُ شَيْئًا فَحَلَفْتُ أَنْ لاَ آكُلَهَا قَالَ : ادْنُ فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ لَحْمَ دَجَاجٍ.
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)