আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১৬৭
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর সালুন-তরকারীর বর্ণনা
১৬৭।ওয়াসিল ইবন আব্দুল আ'লা (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) -এর সামনে বকরীর সামনের রান পরিবেশন করা হলো। আর তিনি তা খুবই পসন্দ করতেন। এরপর তিনি চিবিয়ে এর কিছু ভক্ষণ করলেন।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الأَعْلَى قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ ، عَنْ أَبِي حَيَّانَ التَّيْمِيِّ ، عَنْ أَبِي زُرْعَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : أُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلَحْمٍ فَرُفِعَ إِلَيْهِ الذِّرَاعُ وَكَانَتْ تُعْجِبُهُ فَنَهَسَ مِنْهَا.