আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১৮২
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর সালুন-তরকারীর বর্ণনা
১৮২।মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... উন্মুল মুমিনীন 'আয়িশা (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) ভোরে আমার কাছে এসে বলতেন, তোমার নিকট নাশতা করার কিছু আছে কি? আমি কখনো কখনো বলতাম, না, কোন খাবার নেই। তখন তিনি বলতেন, আমি সত্তমের নিয়্যত করলাম। (নিশ্চয়ই আমি রোযাদার)। একবার তিনি আমাদের নিকট তাশরীফ আনলেন। তখন আমি তাকে বললাম, ইয়া রাসূলাল্লাহ্! আমাদের জন্য কিছু হাদিয়া সামগ্রী এসেছে। তিনি বললেন, তা কোন ধরনের খাবার? আমি বললাম, হাইস (খেজুরের মলীদা)। তিনি বললেন, আমি তো রোযাদার অবস্থায় সকাল কাটিয়েছি। তিনি (আয়িশা) বললেন, এরপর তিনি খেয়ে নিলেন।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ قَالَ : حَدَّثَنَا بِشْرُ بْنُ السَّرِيِّ ، عَنْ سُفْيَانَ ، عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى ، عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ ، عَنْ عَائِشَةَ ، أُمِّ الْمُؤْمِنِينَ قَالَتْ : كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِينِي فَيَقُولُ : أَعِنْدَكِ غَدَاءٌ ؟ فَأَقُولُ : لاَ . قَالَتْ : فَيَقُولُ : إِنِّي صَائِمٌ . قَالَتْ : فَأَتَانِي يَوْمًا ، فَقُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ، إِنَّهُ أُهْدِيَتْ لَنَا هَدِيَّةٌ قَالَ : وَمَا هِيَ ؟ قُلْتُ : حَيْسٌ قَالَ : أَمَا إِنِّي أَصْبَحْتُ صَائِمًا قَالَتْ : ثُمَّ أَكَلَ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
শামাঈলে তিরমিযী - হাদীস নং ১৮২ | মুসলিম বাংলা