আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১৯০
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
আহারের পূর্বে ও পরে রাসূলুল্লাহ এর দুআ
১৯০।আব্দুল্লাহ ইবন সাব্বাহ হাশিমী বসরী (রাহঃ)...'উমর ইবন আবু সালামা (রাযিঃ) হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট প্রবেশ করেন। তখন তাঁর সামনে খানা পরিবেশীত ছিল। তিনি বললেনঃ হে বৎস! কাছে এসো, আল্লাহর নাম উচ্চারণ কর এবং তোমার নিকট দিক থেকে ডান হাত দিয়ে খাবার খেতে শুরু কর।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الصَّبَّاحِ الْهَاشِمِيُّ الْبَصْرِيُّ قَالَ : حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى ، عَنْ مَعْمَرٍ ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ ، أَنَّهُ دَخَلَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْدَهُ طَعَامٌ فَقَالَ : ادْنُ يَا بُنَيَّ فَسَمِّ اللَّهَ تَعَالَى وَكُلْ بِيَمِينِكَ وَكُلْ مِمَّا يَلِيكَ.