আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ২২২
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর সুগন্ধি ব্যবহার
২২২।“উমর ইবন ইসমাঈল ইবন মুজালিদ ইবন সা'ঈদ হামদানী (রাহঃ)... কায়স ইবন আবু হাযিম (রাহঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ জাবীর ইবন 'আব্দুল্লাহ (রাযিঃ) বলেন, আমাকে 'উমর ইবনুল খাত্তাব (রাযিঃ)-এর সামনে পেশ করা হলো। জারীর (রাযিঃ) চাদর খুলে লুঙ্গি পরিহিত অবস্থায় হ্যাঁটতে শুরু করেন। “উমর ইবনুল খাত্তাব (রাযিঃ) তাঁকে বললেন, চাদর পরিধান কর। এরপর উমর (রাযিঃ) উপস্থিত লোকদের উদ্দেশ্যে বললেন, য়ূসুফ (আ)-এর চেহারার লাবণ্য সম্পর্কে আমাদের কাছে যতটা সংবাদ এসেছে, সে মতে জারীর (রাযিঃ) ব্যতীত আর কাউকে অধিক সুদর্শন দেখেনি।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا عُمَرُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ مُجَالِدِ بْنِ سَعِيدٍ الْهَمْدَانِيُّ قَالَ : حَدَّثَنَا أَبِي ، عَنْ بَيَانٍ ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ : عُرِضْتُ بَيْنَ يَدَيْ عُمَرَ بْنِ الْخَطَّابِ ، فَأَلْقَى جَرِيرٌ رِدَاءَهُ وَمَشَى فِي إِزَارٍ ، فَقَالَ لَهُ : خُذْ رِدَاءَكَ . فَقَالَ عُمَرُ لِلْقَوْمِ : مَا رَأَيْتُ رَجُلاً أَحْسَنَ صُورَةً مِنْ جَرِيرٍ إِلَّا مَا بَلَغَنَا مِنْ صُورَةِ يُوسُفَ عَلَيْهِ السَّلاَمُ.