আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ২৩১
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ ﷺ এর হাসির বর্ণনা
২৩১।আহমদ ইবন মানী' (রাহঃ)... জারীর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমার ইসলাম গ্রহণের পর থেকে রাসূলুল্লাহ (ﷺ) আমাকে (তাঁর দরবারে আসতে বাধা দেননি। আর আমাকে দেখলে তিনি মুচকি হাসি দিতেন।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ : حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو قَالَ : حَدَّثَنَا زَائِدَةُ ، عَنِ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ ، عَنْ قَيْسٍ ، عَنْ جَرِيرٍ قَالَ : مَا حَجَبَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلاَ رَآنِي مُنْذُ أَسْلَمْتُ إِلَّا تَبَسَّمَ.