আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ২৭৬
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ -এর ইবাদতের বর্ণনা
২৭৬। আবু বকর মুহাম্মাদ ইবন না'ফি বসরী (রাহঃ)... 'আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাতে রাসূলুল্লাহ্ (ﷺ) একটি আয়াতঃ

ان تعذبهم فانهم عبادك وإن تغفرلهم فانك أنت العزيز الحكيم

'তুমি যদি তাদের আযাব দাও, তাহলে তো তারা তোমারই বান্দা। আর যদি ক্ষমা কর তাহলে তো তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময়)' বারবার তিলাওয়াত করেন।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ نَافِعٍ الْبَصْرِيُّ قَالَ : حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ ، عَنِ إِسْمَاعِيلَ بْنِ مُسْلِمٍ الْعَبْدِيِّ ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِآيَةٍ مِنَ الْقُرْآنِ لَيْلَةً.

হাদীসের ব্যাখ্যা:

পরবর্তী হাদীসে দেখুনঃ