আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৩৫৫
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর চরিত্র মাধুর্যের বিবরণ
৩৫৫। হারূন ইবন মুসা ইবন আবী 'আলকামা আল-ফারওয়াবী আল-মাদানী.... 'উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, জনৈক দুঃস্থ ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ) -এর নিকট কিছু চাইল। নবী (ﷺ) বললেন, আমার নিকট তো এখন কিছু নেই। তবে তুমি আমার নাম করে অন্য কারো কাছ থেকে কিছু ক্রয় করো। আমার নিকট যখন কিছু আসবে, তখন তা পরিশোধ করে দেব। 'উমার (রাযিঃ) বললেন, ইয়া রাসূলাল্লাহ্! আপনার নিকট যা ছিল, তা তো দান করে দিয়েছেন। যা করার আপনার ক্ষমতা নেই, তার জন্য তো আল্লাহ্ তা'আলা আপনাকে বাধ্য করেননি। নবী (ﷺ) তা শুনে অসন্তুষ্ট হলেন। জনৈক আনসারী বলল, ইয়া রাসূলাল্লাহ্! আপনি খরচ করুন, ভয় পাবেন না। "আরশের মালিকের তো কোন কিছুরই কমতি নেই। রাসূলুল্লাহ্ (ﷺ) মুচকি হাসলেন। আনসারীর কথায় তাঁর চেহারায় সন্তুষ্টির চিহ্ন ফুটে উঠল। অতঃপর বললেন : আমাকে তো এরূপই নির্দেশ দেয়া হয়েছে।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا هَارُونُ بْنُ مُوسَى بْنِ أَبِي عَلْقَمَةَ الْمَدِينِيُّ قَالَ : حَدَّثَنِي أَبِي ، عَنْ هِشَامِ بْنِ سَعْدٍ ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ ، عَنْ أَبِيهِ ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ ، أَنَّ رَجُلاً جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ أَنْ يُعْطِيَهُ ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَا عِنْدِي شَيْءٌ وَلَكِنِ ابْتَعْ عَلَيَّ ، فَإِذَا جَاءَنِي شَيْءٌ قَضَيْتُهُ فَقَالَ عُمَرُ : يَا رَسُولَ اللَّهِ ، قَدْ أَعْطَيْتُهُ فَمَّا كَلَّفَكَ اللَّهُ مَا لاَ تَقْدِرُ عَلَيْهِ ، فَكَرِهَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَوْلَ عُمَرَ ، فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ : يَا رَسُولَ اللَّهِ ، أَنْفِقْ وَلاَ تَخَفْ مِنْ ذِي الْعَرْشِ إِقْلاَلاً ، فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَرَفَ فِي وَجْهِهِ الْبِشْرَ لِقَوْلِ الأَنْصَارِيِّ ، ثُمَّ قَالَ : بِهَذَا أُمِرْتُ.
tahqiqতাহকীক:তাহকীক চলমান