আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৩৯২
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর ওফাতের বিবরণ
৩৯২। বিশর ইবন হিলাল আস-সাওয়াফ আল-বসরী (রাহঃ)... আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) যে দিন মদীনায় প্রবেশ করেছিলেন, সে দিন মদীনার প্রত্যেকটি জিনিস আলোকোজ্জ্বল হয়ে উঠেছিল। যে দিন তিনি ইনতিকাল করলেন, সে দিন মদীনার প্রত্যেকটি জিনিস অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছিল । দাফনের পর আমাদের হাত থেকে মাটি ঝেড়ে ফেলতে না ফেলতেই আমরা আমাদের অন্তরের পরিবর্তন লক্ষ্য করলাম।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا بِشْرُ بْنُ هِلاَلٍ الصَّوَّافُ الْبَصْرِيُّ ، قَالَ : حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ ، عَنْ ثَابِتٍ ، عَنْ أَنَسٍ قَالَ : لَمَّا كَانَ الْيَوْمُ الَّذِي دَخَلَ فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ أَضَاءَ مِنْهَا كُلُّ شَيْءٍ ، فَلَمَّا كَانَ الْيَوْمُ الَّذِي مَاتَ فِيهِ أَظْلَمَ مِنْهَا كُلُّ شَيْءٍ ، وَمَا نَفَضْنَا أَيْدِيَنَا مِنَ التُّرَابِ ، وَإِنَا لَفِي دَفْنِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَنْكَرْنَا قُلُوبَنَا.