আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিশিষ্ট

হাদীস নং: ৪১৪
শামাইলে নববীর পরিশিষ্ট
শামাইলে নববীর পরিশিষ্ট
৪১৪। মুহাম্মাদ ইবন 'আলী বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি যে, প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেছেন, কখনো যদি তোমাকে কাযীর পদে অভিষিক্ত করা হয়, তখন রিওয়ায়াত অনুসরণ করার অবশ্যই চেষ্টা করবে।
خاتمة الشمائل المحمدية
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيٍّ قَالَ : سَمِعْتُ أَبِي يَقُولُ : قَالَ عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ : إِذَا ابْتُلِيتَ بِالْقَضَاءِ فَعَلَيْكَ بِالأَثَرِ.
tahqiqতাহকীক:তাহকীক চলমান