মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১. ঈমান-আকাঈদ অধ্যায়

হাদীস নং: ১৩
ঈমান-আকাঈদ অধ্যায়
মুমিন অনন্তকালের জন্য জাহান্নামী হবে না
১৩। ইয়াযীদ (রাহঃ) বর্ণনা করেন যে, প্রথমে আমি খারিজীদের মতামত পোষণ করতাম (অর্থাৎ কবীরা গুনাহকারী কাফির হয় যাবে এবং চিরকালের জন্য জাহান্নামে অবস্থান করবে)। তাই আমি এ বিষয়ে হযরত (ﷺ)-এর কতিপয় সাহাবা (রাযিঃ)-এর নিকট জিজ্ঞাসা করলাম। তখন তাঁরা বললেন, আমি যে মতামত পোষণ করছি, হুযূর (ﷺ)-এর ফরমান এর বিপরীত। অতঃপর আল্লাহ আমাকে এ মন্দ আকীদা ও বিশ্বাস থেকে রক্ষা করেন।
كتاب الإيمان والإسلام والقدر والشفاعة
وَمَسْعُودٌ، عَنْ يَزِيدَ، قَالَ: كُنْتُ أَرَى رَأْيَ الْخَوَارِجِ، فَسَأَلْتُ بَعْضَ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرَنِي: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بِخِلَافِ مَا كُنْتُ أَقُولُ» ، فَأَنْقَذَنِي اللَّهُ تَعَالَى بِكَ

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীস দ্বারাও প্রমাণিত হয় যে, খারিজীদের আকীদা বাতিল ও ভিত্তিহীন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান