মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১. ঈমান-আকাঈদ অধ্যায়

হাদীস নং: ১৮
ঈমান-আকাঈদ অধ্যায়
কাদরিয়া দলের প্রতি তিরস্কার
১৮। হযরত ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ ভবিষ্যতে এমন একটি জাতি আগমণ করবে যারা বলবে, তাকদীর বলতে কিছুই নেই। অতঃপর তারা যিন্দীক হয়ে যাবে। যদি তোমরা তাদের সাথে মিলিত হও, তাহলে তাদেরকে সালাম প্রদান করবে না। যদি তারা অসুস্থ হয়, তবে তাদের শুশ্রূষা করার জন্য যাবে না। যদি তারা মৃত্যুবরণ করে, তাহলে তাদের জানাযায় অংশগ্রহণ করবে না। কেননা তারা দাজ্জালের সঙ্গী হবে এবং এ উম্মতের মজুসী হবে। আল্লাহ্ তা'আলা অবশ্যই তাদেরকে দাজ্জাল ও মজুসীদের সাথে জাহান্নামে একত্র করবেন।
كتاب الإيمان والإسلام والقدر والشفاعة
عَنِ الْهَيْثَمِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يَجِيءُ قَوْمٌ يَقُولُونَ: لَا قَدَرَ، ثُمَّ يَخْرُجُونَ مِنْهُ إِلَى الزَّنْدَقَةِ، فَإِذَا لَقِيتُمُوهُمْ فَلَا تُسَلِّمُوا عَلَيْهِمْ، وَإِنْ مَرِضُوا فَلَا تَعُودُوهُمْ، وَإِنْ مَاتُوا فَلَا تُشَيِّعُوهُمْ، فَإِنَّهُمْ شِيعَةُ الدَّجَّالِ وَمَجُوسُ هَذِهِ الْأُمَّةِ، حَقَّ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ أَنْ يُلْحِقَهُمْ بِهِمْ فِي النَّارِ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে কাদরিয়া দলকে বয়কট এবং তাদের সাথে সকল প্রকার কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাদের সাথে ঐ সম্পর্ক রাখা যাবে না যা মুসলমানদের সাথে রাখা যায়। তাদেরকে এ উম্মতের মজুসী এজন্য বলা হয়েছে যে, মজুসীরা দু'খোদা মেনে থাকে। এক ইয়াজদা, যে মঙ্গলের খোদা, দুই আহরামান, যে অমঙ্গলের খোদা। কাদরিয়া দল এদের চেয়ে জঘন্যতম। তারা প্রত্যেক মানুষকে তাদের কর্মসমূহের সৃষ্টিকর্তা বলে মেনে থাকে এবং এটা স্পষ্ট শিরক। সুতরাং এদের হাশর তাদের সাথে হবে। পবিত্র কুরআনের আয়াত কাদরিয়াদের এ ভ্রান্ত ধারণাকে বাতিল বলে ঘোষণা দিয়েছে। ইরশাদ হয়েছেঃ وَاللَّهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُونَ, “আল্লাহ্ তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের আমলকেও সৃষ্টি করেছেন।”
tahqiqতাহকীক:তাহকীক চলমান