মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১. ঈমান-আকাঈদ অধ্যায়

হাদীস নং: ২০
ঈমান-আকাঈদ অধ্যায়
কাদরিয়া দলের প্রতি তিরস্কার
২০। হযরত ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। হযরত (ﷺ) ইরশাদ করেছেন, আল্লাহ্ তা'আলা কাদরিয়াদের উপর লা'নত বর্ষণ করেছেন। তিনি এ প্রসঙ্গে আরো বলেছেন আমার পূর্বে এমন কোন নবী আবির্ভূত হননি যিনি স্বীয় উম্মতকে এ কাদরিয়া দল সম্পর্কে ভীতি প্রদর্শন করেননি এবং লা'নত প্রেরণ করেননি।
كتاب الإيمان والإسلام والقدر والشفاعة
عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَعَنَ اللَّهُ الْقَدَرِيَّةَ، مَا مِنْ نَبِيٍّ بَعَثَهُ اللَّهُ تَعَالَى قَبْلِي إِلَّا حَذَّرَ أُمَّتَهُ مِنْهُمْ وَلَعَنَهُمْ»

হাদীসের ব্যাখ্যা:

কাদরিয়া দল ইসলামের মধ্যে অত্যধিক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তাই তাদের তিরস্কারে হাদীসের কিতাবে অনেক হাদীস বর্ণিত হয়েছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ২০ | মুসলিম বাংলা