মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
৪. নামায অধ্যায়
হাদীস নং: ৮৪
নামায অধ্যায়
এক কাপড়ে নামায আদায় করা জায়েয
৮৪। হযরত জাবির (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) মুতাওয়াশ্বিহ্ (متوشح) অবস্থায় এক কাপড় পরিধান করে নামায আদায় করেছেন। কিছু লোক আবু যুবায়রকে জিজ্ঞাসা করল, এটা কি নফল নামায ছিল? তিনি বললেন : নফল ও ফরয সমস্ত নামাযই এর অন্তর্ভুক্ত ছিল।
كتاب الصلاة
عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، " أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي ثَوْبٍ وَاحِدٍ مُتَوَشِّحًا بِهِ، فَقَالَ بَعْضُ الْقَوْمِ لِأَبِي الزُّبَيْرِ: غَيْرُ الْمَكْتُوبَةِ؟ قَالَ: الْمَكْتُوبَةُ وَغَيْرُ الْمَكْتُوبَةِ
হাদীসের ব্যাখ্যা:
متوشح শব্দের অর্থ একটি কাপড় সোজা কাঁধের নিম্নাংশ বগল থেকে বের করে দ্বিতীয় কাঁধে রাখা এবং কাঁধের উল্টা দিক থেকে বের করে সোজা কাঁধের উপর রাখা। অন্য এক রিওয়ায়েতে এটাও বলা হয়েছে যে, অতঃপর বুকের উপর এটা বেঁধে নেওয়া।