আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬২- চিকিৎসা - তদবীরের অধ্যায়

হাদীস নং: ৫২৮৮
আন্তর্জাতিক নং: ৫৬৯০
- চিকিৎসা - তদবীরের অধ্যায়
৩০০৯. রোগীর জন্য তালবীনা বা তরল জাতীয় লঘুপাক খাদ্য
৫২৮৮। ফারওয়া ইবনে আবুল মাগরা (রাহঃ) .... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি তালবীনা খেতে আদেশ দিতেন এবং বলতেনঃ এটি হল অপছন্দনীয় তবে উপকারী।
كتاب الطب
بَابُ التَّلْبِينَةِ لِلْمَرِيضِ
5690 - حَدَّثَنَا فَرْوَةُ بْنُ أَبِي المَغْرَاءِ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ: أَنَّهَا كَانَتْ تَأْمُرُ بِالتَّلْبِينَةِ وَتَقُولُ: «هُوَ البَغِيضُ النَّافِعُ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)