মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৪. নামায অধ্যায়

হাদীস নং: ১১২
নামায অধ্যায়
সিজদার অবস্থা সম্পর্কে বর্ণনা
১১২। হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি নামায আদায় করবে, সে যেন (সিজদায়) স্বীয় বাহু কুকুরের মত (মাটির উপর) বিছিয়ে না দেয়।
كتاب الصلاة
عَنْ جَبَلَةَ بْنِ سُحَيْمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَلَّى فَلَا يَفْتَرِشْ ذِرَاعَيْهِ افْتِرَاشَ الْكَلْبِ»

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীস সিহাহ সিত্তাহর সকল গ্রন্থে বিভিন্ন বাক্যের মাধ্যমে বর্ণিত হয়েছে। এমন কি হুযূর (সা) কখনো কুকুরের সাথে আবার কখনো অন্য প্রাণীর সাথে এর উদাহরণ দিয়েছেন। যেমন : আবু দাউদ ও নাসাঈ শরীফে বর্ণিত আছে, আঁ হযরত (সা) (নামাযের মধ্যে) কাকের মত ঠোকর মারা, বিভিন্ন প্রাণীর মত বাহু বিছানো এবং উটের মত মসজিদে স্থান নির্দিষ্ট করা থেকে নিষেধ করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান