মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
৪. নামায অধ্যায়
হাদীস নং: ১১৭
নামায অধ্যায়
তাশাহহুদের বর্ণনা
১১৭। হযরত বারা' (রাযিঃ) বর্ণনা করেন, নবী করীম (ﷺ) আমাদেরকে এমনভাবে তাশাহহুদ শিক্ষা দিতেন, যেভাবে পবিত্র কুরআনের সূরা শিক্ষা দিতেন।
كتاب الصلاة
عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعَلِّمُنَا التَّشَهُّدَ كَمَا يُعَلِّمُ السُّورَةَ مِنَ الْقُرْآنِ»
হাদীসের ব্যাখ্যা:
উপরোক্ত হাদীসের দ্বারা প্রতীয়মান হয় যে, তাশাহহুদ শিক্ষা করা অতি প্রয়োজনীয় এবং নামাযের ওয়াজিবসমূহ পবিত্র কুরআন শিক্ষা ও শিক্ষাদানের মত গুরুত্ব সহকারে শিখতে হবে।