আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬২- চিকিৎসা - তদবীরের অধ্যায়
হাদীস নং: ৫২৯১
আন্তর্জাতিক নং: ৫৬৯৪
- চিকিৎসা - তদবীরের অধ্যায়
৩০১২. কোন সময় শিঙ্গা লাগাতে হয়। আবু মুসা (রাযিঃ) রাতে শিঙ্গা লাগাতেন
৫২৯১। আবু মা‘মার (রাহঃ) .... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী কারীম (ﷺ) রোযা রাখা অবস্থায় শিঙ্গা লাগিয়েছেন।
كتاب الطب
بَابُ أَىَّ سَاعَةٍ يَحْتَجِمُ وَاحْتَجَمَ أَبُو مُوسَى لَيْلاً
5694 - حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ [ص:125]، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «احْتَجَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ صَائِمٌ»