মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
৪. নামায অধ্যায়
হাদীস নং: ১২৫
নামায অধ্যায়
অসুস্থ ও রোগীর নামায
১২৫। হযরত ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসুলুল্লাহ (ﷺ) চোখ ব্যথার কারণে হাঁটু গেড়ে বসে নামায আদায় করেছেন।
كتاب الصلاة
عَنْ أَبِي سُفْيَانَ، عَنِ الْحَسَنِ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى مُحْتَبِيًا مِنْ رَمَدٍ كان بعينه
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীসে ওযরের আরো একটি প্রকার বর্ণিত হয়েছে।