মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
৪. নামায অধ্যায়
হাদীস নং: ১৩৯
নামায অধ্যায়
জুমুআর দিন গোসল করা
১৩৯। হযরত ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন জুমুআর দিনে ঐ ব্যক্তির উপর গোসল করা একান্ত কর্তব্য যারা জুমুআর নামায আদায়ের জন্য আগমণ করবে।
كتاب الصلاة
وَمَنْصُورٌ وَمُحَمَّدُ بْنُ بِشْرٍ كُلُّهُمْ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْغُسْلُ يَوْمَ الْجُمُعَةِ عَلَى مَنْ أَتَى الْجُمُعَةَ»
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীসেও গোসল ওয়াজিব প্রমানিত হয়। কিন্তু এখানে এর ব্যাখ্যা এই করতে হবে যে, জুমুআর নামাযে অংশগ্রহণকারী প্রত্যেক ব্যক্তির জন্য গোসল করার ব্যাপারে কঠোর নির্দেশ হযরত আয়েশা (রা) এবং হযরত ইবনে আব্বাস (রা)-এর হাদীস দ্বারা রহিত (منسوخ) করা হয়েছে। এখন শুধু তাকিদ বাকী রয়েছে।