মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৪. নামায অধ্যায়

হাদীস নং: ১৪০
নামায অধ্যায়
খুতবার বর্ণনা
১৪০। হযরত ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) জুমুআর দিন যখন মিম্বরের উপর আরোহণ করতেন, তখন খুতবার পূর্বে অল্প কিছুক্ষণ বসতেন।
كتاب الصلاة
عَنْ عَطِيَّةَ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إذَا صَعِدَ الْمِنْبَرَ يَوْمَ الْجُمُعَةِ جَلَسَ قَبْلَ الْخُطْبَةِ جِلْسَةً خَفِيفَةً»

হাদীসের ব্যাখ্যা:

আবূ দাউদ শরীফের হাদীসে حتى يفرغ المؤذن অতিরিক্ত বাক্য রয়েছে অর্থাৎ মুয়াযযিন আযান শেষ না করা পর্যন্ত হুযূর (সা) মিম্বরের উপর বসে থাকতেন। এই মাসয়ালায় ইমাম হানীফা (রা), ইমাম মালিক (র) এবং শাফিঈ (র) ঐকমত্য পোষণ করেছেন।জমহুর (جمهور) উলামার মাযহাবও এটা তবে ইমাম নববী বলেছেন যে, ইমাম আবূ হানীফা (রা) এটা মানদূব (مندوب) মানতেন না। এটা ইমাম নববীর ব্যক্তিগত উক্তি। সুতরাং এই হাদীস ইমাম আযম (র)-এর মাযহাবের মতামতের সমর্থনে রয়েছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান