মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৪. নামায অধ্যায়

হাদীস নং: ১৬৮
নামায অধ্যায়
ইসতিখারার নামাযের বর্ণনা
১৬৮। হযরত আবু হুরায়রা (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদেরকে ইসতিখারা (ইসতিখারার নামায, দুআ ইত্যাদি) এমনভাবে শিক্ষা দিতেন যেভাবে পবিত্র কুরআনের কোন সূরা শিক্ষাদান করতেন।
كتاب الصلاة
عَنْ نَاصِحٍ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا الِاسْتِخَارَهْ كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنَ الْقُرْآنِ»

হাদীসের ব্যাখ্যা:

পরবর্তী হাদীসে বিস্তারিতভাবে এর ব্যাখ্যা করা হবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান