আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬২- চিকিৎসা - তদবীরের অধ্যায়
হাদীস নং: ৫২৯৬
আন্তর্জাতিক নং: ৫৭০০ - ৫৭০১
- চিকিৎসা - তদবীরের অধ্যায়
৩০১৬. অর্ধেক মাথা কিংবা পুরো মাথা ব্যথার কারণে শিংগা লাগানো
৫২৯৬। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) .... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, মাথায় বেদনার কারণে নবী কারীম (ﷺ) ইহরাম অবস্থায় ‘লাহয়ি জামাল’ নামক একটি কূপের নিকটে মাথায় শিঙ্গা লাগান।
মুহাম্মাদ ইবনে সাওয়া (রাহঃ) হিশাম (রাহঃ) .... ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) ইহরাম বাধা অবস্থায় অর্ধ মাথা বেদনার কারণে তার মাথায় শিঙ্গা লাগান।
মুহাম্মাদ ইবনে সাওয়া (রাহঃ) হিশাম (রাহঃ) .... ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) ইহরাম বাধা অবস্থায় অর্ধ মাথা বেদনার কারণে তার মাথায় শিঙ্গা লাগান।
كتاب الطب
بَابُ الْحَجْمِ مِنَ الشَّقِيقَةِ وَالصُّدَاعِ
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ هِشَامٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، احْتَجَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي رَأْسِهِ وَهْوَ مُحْرِمٌ مِنْ وَجَعٍ كَانَ بِهِ بِمَاءٍ يُقَالُ لَهُ لَحْىُ جَمَلٍ. وَقَالَ مُحَمَّدُ بْنُ سَوَاءٍ أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم احْتَجَمَ وَهْوَ مُحْرِمٌ فِي رَأْسِهِ مِنْ شَقِيقَةٍ كَانَتْ بِهِ.