মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৪. নামায অধ্যায়

হাদীস নং: ১৮৬
নামায অধ্যায়
জানাযার বর্ণনা
১৮৬। হযরত আমের (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যখন কোন বান্দা মৃত্যুবরণ করে এবং আল্লাহ্ তার মন্দ আমল সম্পর্কে জ্ঞাত হয়ে থাকেন। কিন্তু লোকজন তাকে ভাল বলে আলোচনা করে থাকে, তখন আল্লাহ্ স্বীয় ফিরিশতাদেরকে বলে থাকেন যে, আমি এই বান্দার উপর আমার অন্যান্য বান্দাদের সাক্ষী গ্রহণ ও কবূল হয়েছি এবং তার গুনাহ ক্ষমা করে দিয়েছি যা আমার জানা রয়েছে।
كتاب الصلاة
عَنْ سُلَيْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الدّمَشْقِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْقُشَيْرِيِّ، عَنْ يَحْيَى بْنِ سَعِيد، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا مَاتَ الْعَبْدُ، وَاللَّهُ يَعْلَمُ مِنْهُ شَرًّا، وَيَقُولُ النَّاسُ فِي حَقِّهِ خَيْرًا، قَالَ اللَّهُ تَعَالَى لِمَلَائِكَتِهِ: قَدْ قَبِلْتُ شَهَادَةَ عِبَادِي عَلَى عَبْدِي، وَغَفَرْتُ عِلْمِي

হাদীসের ব্যাখ্যা:

উপরোক্ত বিষয়ে কিছু বাক্যের পার্থক্য সহ ছয়টি সহীহ হাদীসে অনেক হাদীস বর্ণিত আছে। তিবরানী হযরত সালমা ইবনুল আকওয়া (রা) থেকে মরফু' হাদীস বর্ণনা করেছেনঃ انتم شهداء الله على الارض والملائكة شهداء الله في السماء -তোমরা পৃথিবীতে আল্লাহর সাক্ষী এবং ফিরিশতাগণ আকাশে আল্লাহর সাক্ষী।”