মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৬. রোযার অধ্যায়

হাদীস নং: ২১৭
রোযার অধ্যায়
চুপ থাকার রোযা এবং ক্রমাগত রোযা রাখা নিষেধ
২১৭। হযরত আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) صوم صمت এবং صوم وصال থেকে নিষেধ করেছেন।
كتاب الصوم
عَنْ شَيْبَانَ، عَنْ يَحْيَى، عَنِ الْمُهَاجِرِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ عَنْ صَوْمِ الصَّمْتِ، وَصَوْمِ الْوِصَالِ»

হাদীসের ব্যাখ্যা:

পূর্ববর্তী হাদীসে এর ব্যাখ্যা প্রদান করা হয়েছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ২১৭ | মুসলিম বাংলা