মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
৮. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ২৬৩
বিবাহ-শাদীর অধ্যায়
কুমারী ও প্রাপ্তবয়স্কা নারীদের বিবাহে তাদের অনুমতি গ্রহণ করা
হাদীস নং- ২৬৩
হযরত আব্দুল্লাহ ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। নবী করীম (ﷺ) হযরত ফাতিমা (রাযিঃ)-কে বলেন : (হযরত) আলী তোমার কথা আলোচনা করছেন। অর্থাৎ তোমার জন্য বিবাহের সাংগাম পেশ করছেন।
হযরত আব্দুল্লাহ ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। নবী করীম (ﷺ) হযরত ফাতিমা (রাযিঃ)-কে বলেন : (হযরত) আলী তোমার কথা আলোচনা করছেন। অর্থাৎ তোমার জন্য বিবাহের সাংগাম পেশ করছেন।
كتاب النكاح
عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ لِفَاطِمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: «إِنَّ عَلِيًّا يَذْكُرُكِ»
হাদীসের ব্যাখ্যা:
এটা অনুমতি গ্রহণের অত্যন্ত আদব ও ভদ্রজনোচিত পদ্ধতি, যা বিবাহের সংবাদ পৌছানোর সময় অতীব প্রয়োজন। স্পষ্ট ও খোলামেলা বাক্যের দ্বারা জিজ্ঞাসা করা লজ্জা ও পর্দার প্রতিকূল ও বিরোধী।