মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৮. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ২৬৫
বিবাহ-শাদীর অধ্যায়
কুমারী ও প্রাপ্তবয়স্কা নারীদের বিবাহে তাদের অনুমতি গ্রহণ করা
হাদীস নং- ২৬৫

হযরত জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। হযরত আয়েশা (রাযিঃ) তাঁর নিকট পালিত এক ইয়াতীম মেয়ের বিবাহের ব্যবস্থা করেন এবং রাসূলুল্লাহ (ﷺ) তাঁর নিজের পক্ষ থেকে তাকে উপহার প্রদান করেন।
كتاب النكاح
عَنْ مُحَمَّدِ ابْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا «زَوَّجَتْ يَتِيمَةً كَانَتْ عِنْدَهَا فَجَهَّزَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ عِنْدِهِ»

হাদীসের ব্যাখ্যা:

এটা ছিল বিশ্বনবী (সা)-এর করুণা ও দয়ার প্রমাণ। তিনি একজন ইয়াতীম মেয়ের বিবাহের যাবতীয় ব্যয় নিজেই বহন করেন।