মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৮. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ২৭৩
বিবাহ-শাদীর অধ্যায়
মুতআ বিবাহ হারাম
হাদীস নং- ২৭৩

সায়রার অধিবাসী এক ব্যক্তি (আবু দাউদের বর্ণনামতে এ ব্যক্তি হলো রবী ইবন মাবরা) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) মক্কা বিজয়ের দিন নারীদের সাথে মুতাআ বিবাহ করতে নিষেধ করেছেন।।
অন্য এক রেওয়ায়েতে আছে, মক্কা বিজয়ের বছর।
كتاب النكاح
عَنِ الزُّهْرِيِّ، عَنْ رَجُلٍ مِنْ آلِ سُرَاتٍ: " أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ مُتْعَةِ النِّسَاءِ يَوْمَ فَتْحِ مَكَّةَ، وَفِي رِوَايَةٍ: «عَامَ الْفَتْحِ»

হাদীসের ব্যাখ্যা:

হাদীসে মুত 'আতুন নিসা ( متعة النساء) বলে মুত'আয়ে হজ্জ বা হজ্জে তামাত্তু থেকে পৃথক করা হয়েছে। কেননা এর উপর متعة শব্দের প্রয়োগ হয়ে থাকে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান