মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১২. খোরপোষের বিবরণ

হাদীস নং: ৩০০
খোরপোষের বিবরণ
খোরপোষের বিবরণ
হাদীস নং- ৩০০

হযরত আব্দুল্লাহ ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃযখন তোমাদের মধ্যে কেউ স্বীয় পরিবার-পরিজনের কারণে দুঃশ্চিন্তা ও হয়রান-পেরেশানির মধ্যে রাত অতিবাহিত করে, তা হলে এটা আল্লাহর রাস্তায় এক হাযার তলোয়ার মারা থেকেও আল্লাহর নিকট অধিক উত্তম।
كتاب النفقات
عَنْ حَمَّادٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا بَاتَ أَحَدُكُمْ مَغْمُومًا مَهْمُومًا مِنْ سَبَبِ الْعِيَالِ، كَانَ أَفْضَلَ عِنْدَ اللَّهِ تَعَالَى مِنْ أَلْفِ ضَرْبَةٍ بِالسَّيْفِ فِي سَبِيلِ اللَّهِ»

হাদীসের ব্যাখ্যা:

এ বিষয়ে আরো অনেক সহীহ হাদীস রয়েছে যে, স্বীয় পরিবারবর্গের জন্য ব্যয় করা মুসলমানের অত্যন্ত পূণ্যের কাজ। বুখারী শরীফে বর্ণিত আছে, আল্লাহ তা'আলার সন্তুষ্টির উদ্দেশ্যে যখন কোন মুসলমান স্বীয় পরিবার-পরিজনের জন্য ব্যয় করে, তখন এটা সদকা হিসেবে গণ্য হবে। অপর এক বর্ণনায় আছে, তুমি যা কিছুই খরচ করবে, যদি এতে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হয়, তাহলে এটা তোমার জন্য সওয়াবের কারণ হবে। এমন কি ঐ লোকমা যা তুমি তোমার স্ত্রীর মুখে দিয়ে থাক।