মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
১৪. শপথ করার বর্ণনা
হাদীস নং: ৩০৬
শপথ করার বর্ণনা
পাপের কাজে মান্নত করা এবং এতে যে কাফফারা ওয়াজিব হয় তা পূর্ণ না করার বর্ণনা
হাদীস নং- ৩০৬
হযরত ইমরান (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি এ মান্নত করে যে, সে আল্লাহর আনুগত্য করবে (অর্থাৎ কোন জায়েয ও নেককাজ করবে), তা হলে তার উচিৎ আনুগত্য করা এবং নেককাজ পূর্ণ করা। আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানী করার মান্নত করবে, তার উচিৎ আল্লাহর নাফরমানী না করা। ক্রোধের অবস্থায় মান্নত করা হলে তা কার্যকর বা গ্রহণযোগ্য নয়।
হযরত ইমরান (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি এ মান্নত করে যে, সে আল্লাহর আনুগত্য করবে (অর্থাৎ কোন জায়েয ও নেককাজ করবে), তা হলে তার উচিৎ আনুগত্য করা এবং নেককাজ পূর্ণ করা। আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানী করার মান্নত করবে, তার উচিৎ আল্লাহর নাফরমানী না করা। ক্রোধের অবস্থায় মান্নত করা হলে তা কার্যকর বা গ্রহণযোগ্য নয়।
كتاب الأيمان
عَنْ مُحَمَّدِ بْنِ الزُّبَيْرِ، عَنِ الْحَسَنِ، عَنْ عِمْرَانَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ نَذَرَ أَنْ يُطِيعَ اللَّهَ تَعَالَى فَلْيُطِعْهُ، وَمَنْ نَذَرَ أَنْ يَعْصِيَهُ فَلَا يَعْصِهِ، وَلَا نَذْرَ فِي غَضَبٍ»
হাদীসের ব্যাখ্যা:
বর্ণিত হাদীসের শেষ বাক্যের ব্যাখ্যা হলো এই যে, ক্রোধের অবস্থায় মান্নত করা হলে তা কার্যকর বা গ্রহণযোগ্য হবে না। কেননা ক্রোধ ও উত্তেজনার সময় বিবেক লোপ পায়। এবং এ অবস্থায় তার কাজ অনিচ্ছায় হয়ে থাকে। ইচ্ছাকৃত হয় না বলেই এ মান্নতের উপর বিধি আরোপ হবে না। অথবা এরূপ বিষয়ে মান্নত হবে না, যা আল্লাহর গযব, শাস্তি এবং অসন্তুষ্টির কারণ হয়ে থাকে। প্রথম অবস্থা তো হযরত আলী (রা)-এর মতামতের সমর্থক এবং لغوقسم (বেহুদা অঙ্গীকার) সম্পর্কে হযরত আলী (রা) থেকে একটি বর্ণনা আছে اللغو هو اليمين في الغضب(ক্রোধ অবস্থায় অঙ্গীকার বা শপথ করা বাতিল বলে গণ্য হবে)। তাউসও এ মতপোষণ করেছেন।